Tuesday, January 13, 2026
Homeবিনোদনঅভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় মুখ মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি … রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন দিলুর বড় ভাই আতাউর রহমান। ১৯৫২ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন দিলু। পেশাগত জীবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ছিলেন তিনি।

দিলুর বড় ভাই আতাউর রহমান মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন– ‘আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন।’ আরও লিখেছেন– ‘সে জীবনযুদ্ধে যেমন ছিল এক পরাক্রান্ত সৈনিক, তেমনি ছিল এক বর্ণিল জীবনের অধিকারী। তার আত্মার চির শান্তি কামনাই দেশবাসীর কাছে আমাদের প্রত্যাশা। চলতি মাসের শুরুর দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী মুজিবুর রহমান দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও দিলুর ফুসফুসে সংক্রমণ ৭০ শতাংশ ছাড়িয়ে যায়। একই সঙ্গে হার্টবিট কমে যায়। তাকে রাখায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন দিলু। দিলুর অভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। ১৯৭৬ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন। মঞ্চে তিনি দীর্ঘদিন কাজ করেছেন । ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কী তামাশা’ ‘আমি গাধা বলছি’, তার উল্লেখযোগ্য মঞ্চনাটক। শহীদুল্লাহ কায়সারের লেখা সংশপ্তক নাটকের মালু চরিত্রে অভিনয় মুজিবুর রহমান দিলুকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য