Wednesday, October 15, 2025
Homeঅপরাধ১ মিনিটেই মোটরসাইকেল চুরি!

১ মিনিটেই মোটরসাইকেল চুরি!


মাগুরা সদর থানা পুলিশ মাগুরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাওয়া ৬টি দামি মোটরসাইকেল এবং চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে। তারা সর্বোচ্চ এক মিনিটের মধ্যে তালাবদ্ধ একটি মোটরসাইকেল চুরি করতে পারে বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, পুলিশ গত দুই দিনে মাগুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতাররা হচ্ছে- মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের নাজমুল হাসান মুন্না, মনিরুল ইসলাম মাজেদ, নিখড়হাটা গ্রামের শওকত হোসেন, সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের জুয়েল রানা, দুর্গাপুর গ্রামের তুহিন হোসেন, ডেফুলিয়া গ্রামের ইব্রাহিম হোসেন শাকিল, বাটিকাডাঙ্গা গ্রামের সাগর শিকদার এবং সত্যপুর গ্রামের এনামুল হোসেন।

পুলিশের হাতে গ্রেফতারকৃতরা তালাবদ্ধ একটি মোটরসাইকেল কয়েক সেকেন্ডের মধ্যে চালু করতে সক্ষম এবং সর্বোচ্চ এক মিনিটের মধ্যে সেটি নিয়ে নিরাপদে সটকে পড়ায় পারদর্শী বলে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে তিনি জানান।

মাগুরা সদর থানা পুলিশ শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৮টি চোরাই বাইসাইকেলসহ চুরির সঙ্গে জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করেছে।

রোববার বিকালে সদর থানায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশের হাতে আটকদের বিরুদ্ধে মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মামলা রয়েছে। এই চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য