Friday, November 14, 2025
Homeবাংলাদেশ১৭৭ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি

১৭৭ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হয়েছেন। এর মধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে এক বছেরর জন্য সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা শেষে সৃষ্ট ২৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

মূল কর্মস্থলে যোগদানের পর মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েনে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পদ সৃজনের তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। সুপারনিউমারারি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আগের পদেই বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া বাকি ২৭ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদেরকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

এর আগে এক দিনে বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে ১৫২ কর্মকর্তাকে। তাদের মধ্যে ১৪০ জনকে অস্থায়ী বিশেষ পদ বা সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য