Thursday, January 15, 2026
Homeদেশগ্রামসাভারে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সঠিক সময়ে বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে রাজাশন এলাকায় গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন দেওয়ার জন্য ১২ মে তারিখ নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত দিনে বেতন না দিয়ে পরবর্তী তারিখ দেওয়া হয় ১৩ মে। পরে আবার তা পিছিয়ে ১৮ মে করা হয়। এই ধারাবাহিক টালবাহানায় অতিষ্ঠ হয়ে রাস্তায় নামেন শ্রমিকরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক মামুন হোসেন বলেন, ‘প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়। কোনো মাসেই নির্ধারিত সময়ে বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। এবার আবার ঈদের আগে দুই মাসের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা আদায় নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’ তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষ ১৮ মে বেতন দেওয়ার কথা বললেও আমরা বিশ্বাস করি না। তারা সময়মতো টাকা পরিশোধ করবে না। তাই আগেভাগেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রমিকদের কোনো বেতন বকেয়া নেই। ১২ মে বেতন দেওয়ার কথা থাকলেও কিছু প্রশাসনিক কারণে তা পিছিয়ে ১৮ মে করা হয়েছে। কিন্তু শ্রমিকরা মাত্র পাঁচ দিনের জন্যও সময় দিতে নারাজ, এ কারণেই তারা আন্দোলনে নেমেছেন।’ বিক্ষোভের কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য