জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিক কল্যাণ তহবিল’ গঠন করা হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্য ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে এ তহবিল গঠন করা হয়।
প্রথম দিনেই সাংবাদিক কল্যাণ তহবিলে এমপি শাওনের ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ ৩৫ হাজার টাকা জমা হয়। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দুর্ঘটনায় এ তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করা হবে। এছাড়াও কয়েকটি ক্যাটাগরিতে প্রতি বছর লালমোহনের বর্ষ সেরা সাংবাদিকদের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।


















