Friday, November 14, 2025
Homeদেশগ্রামলালমোহনে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন


লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
ইউনিয়ন পর্যায়ে অনলাইন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষে ভোলার লালমোহনে অনলাইনে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ও লালমোহন ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান বাজারে এ  অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। নির্বিঘ্নে অনলাইনে এ সেবা পেয়ে খুশি সুবিধাভোগীরা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু করা হবে।
এসময় প্রধান অতিথি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এমন জনবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার কাজী নূরুল হক, ইউপি চেয়ারম্যান মো. শাহাজান মিয়া, সচিব মো. আব্দুল হালিম, প্যানেল চেয়ারম্যান মো. বশির উল্যাহ, ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, শাহিন মিঝি ও আবুল কালামসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য