Thursday, January 15, 2026
Homeদূর্ঘটনামণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান হোটেলে, নিহত ৫

মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান হোটেলে, নিহত ৫

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান হোটেলে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ভোজগাতি ইউনিয়নের ব্যাগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাউসি হোসেন (৭), জয়পুর গ্রামের জিয়ারুল (৩৫), ব্যাগারিতলা গ্রামের তৌহিদুর রহমান (৩৮) ও মীর শামসুল (৬০)।

যশোরের মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কাভার্ডভ্যানটি যশোর থেকে সাতক্ষীরা যাচ্ছিল। পথে ব্যাগারিতলা নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন।

তিনি আরও জানান, লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য