Monday, August 4, 2025
Homeআন্তর্জাতিকভারতের উত্তর প্রদেশের ব্যস্ত এক্সপ্রেসওয়েতে হঠাৎ করে সৃষ্টি হয়েছে ১৫ ফুট গর্ত

ভারতের উত্তর প্রদেশের ব্যস্ত এক্সপ্রেসওয়েতে হঠাৎ করে সৃষ্টি হয়েছে ১৫ ফুট গর্ত

ভারতের উত্তর প্রদেশের নয়দা-গ্রেটার নয়ডা ব্যস্ত এক্সপ্রেসওয়েতে হঠাৎ করে সৃষ্টি হয়েছে ১৫ ফুট লম্বা ও ২ ফুট চওড়া একটি বিশাল গর্তের। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মতে, ওই গর্তের কারণে ব্যস্ত এক্সপ্রেসওয়েটিতে সৃষ্টি হয় তীব্র যানজট। তাই ওই রাস্তা ঠিক করার জন্য শ্রমিকরাও সময়মত পৌঁছাতে পারেননি। তবে শনিবার ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে শ্রমিকদের রাস্তা মেরামত করতে ও পুলিশকে যানজট নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। জানা গেছে, সেখানে একটি আন্ডারপাস তৈরির কাজ চলছিল। সেই কারণেও রাস্তায় গর্ত সৃষ্টি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য