Thursday, November 13, 2025
Homeদেশগ্রামবাড়ীর আঙ্গিনায় সবজি চাষে উদ্বুদ্বকরণে বীজ বিতরণ করলেন এমপি শাওন

বাড়ীর আঙ্গিনায় সবজি চাষে উদ্বুদ্বকরণে বীজ বিতরণ করলেন এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ

চলোমান করোনা কালীন সময়ে খাদ্য নিরাপত্তা জোরদার করনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়নে কৃষক উদ্বুদ্বকরণ ও সবজি বীজ বিতরণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। আজ বুধবার (১৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন কর্তৃক আয়োজিত উপজেলার চরভুতা ইউনিয়নের কৃষকদের বাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এই বীজ বিতরণ করা হয়।

এসময় এমপি শাওন বলেন, প্রত্যেকটি বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ করতে হবে। সবজি চাষে লালমোহনে চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি রপ্তানির ব্যবস্থা করতে হবে । বাড়ীর আঙ্গিনায় কোন যায়গা খালি রাখা যাবে না। বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ করলে নিজেদের চাহিদা পুরন করে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে পরিবারের আয় বাড়ানো সম্ভব। কৃষক/কৃষাণীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের যে কোন কৃষি বিষয়ে সমস্যা সমাধনের জন্য কৃষি অফিস ও ব্লক সুপারভাইজারের সাথে যোগাযোগ করবেন।

এরপূর্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তর লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত ভার্মি কম্পোষ্ট উৎপাদন (জৈব সার উৎপাদন) কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন সম্প্রসারন কাজের উদ্বোধন করেন এমপি শাওন।

বীজ বিতরনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন মিয়া প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য