Friday, November 28, 2025
Homeআন্তর্জাতিকবাইডেনের বিজয় আটকে দেয়ার ক্ষমতা আমার নেই: ট্রাম্পকে পেন্স

বাইডেনের বিজয় আটকে দেয়ার ক্ষমতা আমার নেই: ট্রাম্পকে পেন্স

মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ে কংগ্রেসের প্রত্যয়ন আটকে দেয়ার কর্তৃত্ব নিজের হাতে নেই বলে জানিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।

বুধবার কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেট যখন বৈঠকে বসতে যাচ্ছে; তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের বক্তব্য জানিয়ে দিলেন তিনি।

নির্বাচনের ফল হাতিয়ে নিতে পেন্সের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন ট্রাম্প। হুশিয়ারি দিয়ে বলেন, যদি তিনি (পেন্স) বাইডেনের বিজয় আটকে দিতে না পরেন, তবে তাকে রাজনৈতিকভাবে খেসারত দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এমন তথ্য মিলেছে।

তবে প্রক্রিয়া যে যে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না; ভদ্রভাবে তা ট্রাম্পকে জানিয়ে দিলেন পেন্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া পেন্সের বক্তব্য নিয়ে প্রথম প্রতিবেদন করে নিউইয়র্ক টাইমস।

ট্রাম্প বলেন, ভাইস-প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে নিউইয়র্ক টাইমস যে খাবর ছেপেছে, তা ভুয়া। তিনি কখনোই তেমন কিছু বলেননি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ভাইস-প্রেসিডেডেন্টের যে সেই ক্ষমতা আছে; তা নিয়ে পেন্স ও আমি– দুজনেই একমত। হোয়াইট হাউসের একটি সূত্র বলছে, তাদের বৈঠকের পর পেন্সের ওপর ট্রাম্প বেজায় ক্ষুব্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য