জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বুধবার ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ মালেক মিয়ার সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, আকতার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক মূর্তজা সজিব, যুগ্ম-আহ্বায়ক হাসান হাওলাদার, পৌর কাউন্সিলরবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















