Thursday, January 15, 2026
Homeবাংলাদেশ‘টিকা নিষেধাজ্ঞার বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি’

‘টিকা নিষেধাজ্ঞার বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি’

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্বাভিত করোনাভাইরাসের টিকা রফতানিতে ভারত নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে।

বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার বিবিসি বাংলাকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “সাংবাদিকদের কাছ থেকেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানতে পারি। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে এ ব্যাপারে কিছুই তারা জানেন না। কী হয়েছে তারা জানার চেষ্টা করছেন। আমরা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।’’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ভারত যদি নিষেধাজ্ঞা দেয়ও, তাহলেও তাদের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণ সম্পর্ক তাতে আমাদের টিকা পেতে কোনো সমস্যা হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য