টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার সাধারণ সদস্য ৭ ও সংরক্ষিত মহিলা ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। অপরদিকে সাধারণ সদস্য পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ ছিলো। ১২টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অপরদিকে সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এ নিয়ে মোট সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্টিং অফিসার এএইচএম কামরুল হাসান জানায় , সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। একই সাথে চেয়ারম্যান পদে ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা ভোটার। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ১৭২২ জন।


















