টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে আন্ত:জেলা ভূমি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা (ভামীকাত্রা) গ্রামের স্বর্গীয় নিতাই চন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল(৩৮), সদর উপজেলার অলোয়া গ্রামের মো. রূপচান মিয়ার ছেলে মো. হাসেন আলী (৩৮) এবং শহরের আকুরটাকুর পাড়ার মৃত দারোগ আলীর ছেলে মো. ফজলুর রহমান (৬৭)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, করটিয়া হাট বাইপাসে আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে ভূমি প্রতারণার নানা কাগজপত্র ও সিল সহ উল্লেখিত তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভূমির ‘ডুপ্লিকেট কার্বন রশিদ বহি’(ডিসিআর) এর ৭২টি নকল (জাল) কপি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক ১১টি সিল এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক সিল ও সাক্ষর ব্যবহার করে লোকজনকে সরকারি জমি পাইয়ে দেওয়ার ভুয়া বন্দোবস্তপত্র, জমির খারিজ করার নকল কপি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা করটিয়া হাটের সরকারি খাস ভূমিতে ভিটি (বন্দোবস্ত/দোকানের পজিশন) বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের নামে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


















