Monday, October 13, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজের একজনের লাশ উদ্ধার 

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজের একজনের লাশ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজের মধ্যে একজনের লাশ উদ্ধার  হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দিনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতোবোন কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)। এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিখোঁজ ওই তিন কিশোরী অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে । পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোত ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) পর্যন্ত তাদের মধ্যে মনিরা আক্তার (১১) নামের একজনকে খুজে পাওয়া যায়। বাকি দুইজনকে এখনো পাওয়া যায়নি। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী  পরিচালক মো: জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনা স্থলে পৌছায়। যে পর্যন্ত তাদেরকে খুজে পাওয়া না যায় উদ্ধার কাজ চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য