Sunday, August 3, 2025
Homeকৃষিটাঙ্গাইলে কর্মশালায় কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার

টাঙ্গাইলে কর্মশালায় কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে পার্টনার’ প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের কৃষিকে জীবিকা থেকে বাণিজ্যিকভাবে ফল ও শাকসবজি রপ্তানির সুবিধায় রূপান্তর করা, ক্রমবর্ধমান মূল্যের সাথে উচ্চ-মূল্যের নিরাপদ এবং পুষ্টিকর খাবারের প্রাপ্যতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি-খাদ্য খাত বিকাশ করার লক্ষ্যে কৃষি মন্ত্রনালয়ের “পার্টনার’ প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের কর্মশালা আজ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনের কর্মশালায় কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাষের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহা-পরিচালক ডক্টর দেবাশিষ সরকার, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহা-পরিচালক ডক্টর মোঃ শাহজাহান কবীর, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী।
ঢাকা অঞ্চলের আটটি জেলার কৃষি সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি উদ্যোক্তা ও কৃষকরা কর্মশালায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য