Monday, October 13, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলের শ্যামার ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের শ্যামার ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে ধলেশ^রী নদীর শ্যামারঘাট নামক স্থানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় যুব সমাজ আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।  

টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মো. মামুন সরকার, বাঘিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিয়া রিপন, সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. লাভলু মিয়া।

বক্তারা বলেন, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। বছরের পর বছর ধরে এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন করায় স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে বক্তারা আগামিতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫(সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হবেন। উপস্থিত দর্শক-শ্রোতারা বক্তাদের এ কথায় উল্লাস প্রকাশ করে নিজেদের সম্মতি জানান।  

ওই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ঢালান গোপালপুর, গোয়ালপাড়া, চকচৌবাড়িয়া সহ আশপাশের নানা বয়সী কয়েক হাজার নারী-পুরুষ-শিশু নদীর দুই তীরে উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও বিজিত নৌকাকে পুরষ্কৃত করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য