টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা বাজারে শাজাহান মেম্বার ও নিত্য মাস্টারের মালিকানাধীন একটি পাটের গুদামে শুক্রবার মাগরিবের পর আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি নাগরপুর ফায়ার সার্ভিসকে জানান। তারা বিকেল ৫টা ৩৫ মিনিটে ফোন পেয়ে ৬টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি পাশের উপজেলা দৌলতপুর থেকেও ফায়ার সার্ভিসের একটি দল এসে অভিযানে অংশ নেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। নাগরপুর ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকায় নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

















