Wednesday, October 15, 2025
Homeইসলামজীবন যুদ্ধে জয়ী এক নবজাতক

জীবন যুদ্ধে জয়ী এক নবজাতক

গতকাল ১৬/৭/২০২২ ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশাল উপজেলা সদরের সামনে রাস্তা পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনায় গর্ভজাত এক মা তার অপর দুই সন্তান নি‌য়ে হাসপাতা‌লের উ‌দ্দে‌শে রওনা দেয়। প‌থিম‌ধ্যে টাঙ্গাইল অভিমুখী দ্রুতগামী এক বাস নিয়ন্ত্রন হা‌রিয়ে তা‌দের চাপা দি‌য়ে চ‌লে যায়। ফলে গর্ভজাত মা ও তার দুই সন্তান মারা যায়।

আল্লাহর অ‌শেষ মেহেরবানীতে মায়ের পেটে থাকা নবজাতক শিশুটি পেট ফেটে বের হয়ে অলৌকিক ভাবে বেঁচে যায়৷ সুবহানআল্লাহ। জন্ম আর মৃত্যুর বিধি বিধাতার লিখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য