Thursday, November 13, 2025
Homeবাংলাদেশজাতীয় প্রেস ক্লাবকে প্রধানমন্ত্রীর ৫০ লাখ টাকার চেক হস্তান্তর

জাতীয় প্রেস ক্লাবকে প্রধানমন্ত্রীর ৫০ লাখ টাকার চেক হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন।    প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ এ অনুদানের ৫০ লাখ টাকার চেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করেন।  এ সময় ইহসানুল করিম বলেন, করোনাকালীন পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করা হয়েছিল। আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবকে ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক পরিবারের সন্তান। তিনি সাংবাদিকবান্ধব। করোনা পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখতে তিনি একাধিক বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। জাতীয় প্রেস ক্লাবের আহ্বানে সাড়া দেয়ায় প্রেস ক্লাব সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান সাইফুল আলম।

এ সময় প্রধানমন্ত্রীর স্পিস রাইটার মো. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিবকে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ও মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য