Monday, December 15, 2025
Homeখেলাধুলাজাতীয় দলের ক্রিকেটার শুভ’র বাবা আব্দুর রশিদ বাবুর ই‌ন্তেকাল

জাতীয় দলের ক্রিকেটার শুভ’র বাবা আব্দুর রশিদ বাবুর ই‌ন্তেকাল

জাতীয় দলের স্পিনার সোহরাওয়ার্দী শুভ’র বাবা আব্দুর রশিদ বাবু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  আজ শনিবার ভোর ৫টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

শুভ’র বাবা আব্দুর রশিদ বাবু রংপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন।  নিজের অফিসিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী শুভ। শুভ’র বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার রুবেল হোসেন। 

৩২ বছর বয়সী এই তারকা স্পিনার নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমার পিতা রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু আজ ভোর ৫টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন।  মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর রংপুর জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম (বড়) মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এবং দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে।’

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল লেখেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ তার বাবা আজ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ কাছে দোয়া করি । আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।’ জাতীয় দলের হয়ে ১৭ ওয়ানডে খেলে ১৪টি উইকেট শিকার করেছেন সোহরাওয়ার্দী শুভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য