গত কয়েক মাস ধরেই চমকপ্রদ এক বিতর্কে মজেছে ক্রিকেটবিশ্ব।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি, না পাকিস্তানের বাবর আজম–কে সেরা ব্যাটসম্যান?
বিভিন্ন সময়ে রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো কিংবদন্তীরা বলেছেন, চলতি সময়ে কোহলির চেয়ে বাবর ভালো ব্যাটসম্যান।
এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাংকিং ।
টি-টোয়েন্টির গড় পরিসংখ্যান দেখিয়ে আইসিসি টুইট করেছে, এই সংক্ষিপ্ত সংস্করণে দেশের হয়ে খেলা ম্যাচে কোহলির চেয়ে বাবর আজমের গড় বেশি। তৃতীয় অবস্থানে রয়েছে কিংস ইলাভেন পাঞ্জাবের অধিনায়ক ও ভারত দলের অন্যতম তারকা লোকেশ রাহুল।
গত ৪ ডিসেম্বর আইসিসি টুইট করে, টি-টোয়েন্টিতে ১ হাজার বা তার চেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গড় লোকেশ রাহুলের। টি-টোয়েন্টিতে এ মুহূর্তে রাহুলের সংগ্রহ ১৫১২ রান। যার গড় ৪৫.৮১।
একই টুইটে লেখা হয়, এ মুহূর্তে কোন দুই ক্রিকেটারের টি-টোয়েন্টি গড় বেশি?
এই দুই খেলোয়াড় হচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
১ হাজার বা তার চেয়ে বেশি রানের তালিকায় বাবর আজমের গড় ৫০.৯৩, কোহলির গড় ৫০.০৫ এবং কেএল রাহুলের বেলায় ৪৫.৮১।
প্রসঙ্গত, এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৪৪ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ১৬৮১। আর ম্যান ইন ব্লুর জার্সিতে ৮৪ ম্যাচ খেলে কোহলির সংগ্রহ ২৮৪৩।