Sunday, November 3, 2024
Homeখেলাধুলা‘কোহলির চেয়ে বাবরের গড় বেশি’

‘কোহলির চেয়ে বাবরের গড় বেশি’

গত কয়েক মাস ধরেই চমকপ্রদ এক বিতর্কে মজেছে ক্রিকেটবিশ্ব।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি, না পাকিস্তানের বাবর আজম–কে সেরা ব্যাটসম্যান?

বিভিন্ন সময়ে রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো কিংবদন্তীরা বলেছেন,  চলতি সময়ে কোহলির চেয়ে বাবর ভালো ব্যাটসম্যান।

এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাংকিং ।

টি-টোয়েন্টির গড় পরিসংখ্যান দেখিয়ে আইসিসি টুইট করেছে, এই সংক্ষিপ্ত সংস্করণে দেশের হয়ে খেলা ম্যাচে কোহলির চেয়ে বাবর আজমের গড় বেশি। তৃতীয় অবস্থানে রয়েছে কিংস ইলাভেন পাঞ্জাবের অধিনায়ক ও ভারত দলের অন্যতম তারকা লোকেশ রাহুল।

গত ৪ ডিসেম্বর আইসিসি টুইট করে, টি-টোয়েন্টিতে ১ হাজার বা তার চেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গড় লোকেশ রাহুলের।  টি-টোয়েন্টিতে এ মুহূর্তে রাহুলের সংগ্রহ ১৫১২ রান।  যার গড় ৪৫.৮১।

একই টুইটে লেখা হয়, এ মুহূর্তে কোন দুই ক্রিকেটারের টি-টোয়েন্টি গড় বেশি?

এই দুই খেলোয়াড় হচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

১ হাজার বা তার চেয়ে বেশি রানের তালিকায় বাবর আজমের গড় ৫০.৯৩, কোহলির গড় ৫০.০৫ এবং কেএল রাহুলের বেলায় ৪৫.৮১।

প্রসঙ্গত, এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৪৪ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ১৬৮১। আর ম্যান ইন ব্লুর জার্সিতে ৮৪ ম্যাচ খেলে কোহলির সংগ্রহ  ২৮৪৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য