Friday, November 28, 2025
Homeআন্তর্জাতিককাশ্মীরে লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডারসহ নিহত ৩

কাশ্মীরে লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডারসহ নিহত ৩

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডারসহ তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ নিয়ে কাশ্মীরে বছরের প্রথম ছয় মাসে ৫৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলেছে পুলিশ জানিয়েছে।এ সময় আরও ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর স্পুটনিকের।

ভারত কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় বুধবার ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডার আইজাজ আলিয়াস আবু হুরাইরা এবং তার দুই সহযোগী নিহত হয়েছেন বলে পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বিজয় কুমার আরও বলেন, সীমান্তে বেশ কয়েকবার হামলাসহ কাশ্মীরে এ সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছিলেন লস্করে তৈয়বার শীর্ষ কমান্ডার আবু হুরাইরা।

আগামী ১৫ আগস্ট ভারতের প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরে লস্করে তৈয়বার নাশকতার পরিকল্পনা ছিল বলেও দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনার পর সীমান্ত শহর পুলওয়ামায় কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য