ভোলার লালমোহনের কৃতি সন্তান, বহু লোকের কর্মসংস্থানদাতা, আজিজ হালিম গজনবী চ্যাটার্ড একাউনটেন্টস এর কর্নধার আলহাজ্ব এমএ হালিম গজনবী এফসিএ, আমাদের মাঝে আর নেই।
আজ ১ আগষ্ট, ২০২৫ শুক্রবার সন্ধায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর রুহ্ এর মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমিন।