টাঙ্গাইল প্রতিনিধি
আজ সোমবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলন সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামের বিশাল মাঠ সাজানো হয়েছে বর্ণিল সাজে। সম্মেলনস্থলে আসার পথে রাস্তার দুইপাশে ঘিরে ফেলা হয়েছে নানা রঙে, নানা আকারের ব্যানার, ফেস্টুন দিয়ে। কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানাতে নির্মাণ করা হয়েছে তোরণ।
দলীয় সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, শাহজাহান খান এমপি, এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।
সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।