Wednesday, October 15, 2025
Homeবাণিজ্যআগুন লেগেছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায়

আগুন লেগেছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায়

আবারও আগুনের ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া এলাকায়। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায়। নিয়ন্ত্রণে কাজ করেছে ১০টি ইউনিট। আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম। 

কন্ট্রোলরুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ১ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরও বলেন, ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য